Vitmate সাপোর্ট করে 18+ web বাংলাদেশে Vitmate নিষিদ্ধ করা হোক আপনার কী মতামত জানান কমেন্টে। সারা পৃথিবীতে পর্নোগ্রাফিতে ব্যাপক আকারে প্রায় সকল বয়সি মানুষ আসক্ত হয়।বাংলাদেশও তার ব্যাতিক্রম  নয়।সবচেয়ে বেশি আসক্ত হয় কৌশর বয়সের ছেলে মেয়ে। বাংলাদেশের সকল মানুষ যাতে পর্নোগ্রাফির মারাক্ত আসক্তি থেকে বাচতে পারে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার পর্নোগ্রাফির সকল ওয়েব সাইট বাংলাদেশে বন্ধ করে দেয়।কিন্তু বন্ধ করা হয়নি বিটমেট নামক ভিডিও ডাউনলোডার এপ্লিকেশন যে এপ্লিকেশনে  সাপোর্ট করে ১৮+ সকল ওয়েব সাইট।যার ফলে পর্নোগ্রাফি দেখতে পারছে বাংলাদেশের সকল বয়সের মানুষ।বাংলাদেশের কোনো মানুষ যাতে পর্নোগ্রাফিতে  আসক্ত না  হতে পারে তাই বাংলাদেশে  নিষিদ্ধ ঘোষণা করা উচিত।আপনি কী মনে করে আপনি কী এই মন্তব্যের সাথে এক মত এক মত থাকলে কমেন্টে হ্যা বলুন।  

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন